gooブログはじめました!

写真付きで日記や趣味を書くならgooブログ

ঢাকা মেট্রোরেল প্যারাগ্রাফ 🛤️ মেট্রোরেল সম্পর্কে অনুচ্ছেদ বাংলা 🚧 Dhaka Metro Rail Paragraph Bangla

2023-03-12 22:59:24 | Writing
ঢাকা মেট্রোরেল প্যারাগ্রাফ 🛤️ মেট্রোরেল সম্পর্কে অনুচ্ছেদ বাংলা 🚧 Dhaka Metro Rail Paragraph Bangla


বাংলাদেশের মেগা প্রকল্প গুলোর মধ্যে বর্তমানে চলমান রয়েছে মেট্রোরেল । যার বাস্তবায়ন বদলে দিবে মেগা সিটি ঢাকার চেহারা । রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে এই মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার । এই রেল ব্যবস্থাটি শুধু মাত্র রাজধানী ঢাকার জন্যে নির্মাণ করা হচ্ছে। এর প্রথম ধাপ নির্মাণ হচ্ছে উত্তরা-মতিঝিল রুটে।

ঢাকা মেট্রোরেল প্রকল্পকে বলা হয় ম্যাস র্যা পিড ট্রানজিট। সংক্ষেপে একে MRT বলা হয় । এই প্রকল্পটি হাতে নেয়া হয় ২০১৩ সালে । যার উদ্দেশ্য ছিলো রাজধানীর অতিমাত্রার যানজট কমিয়ে আনা। মোট ২০.১ কিলোমিটার দীর্ঘ ৬টি লাইন কে নির্বাচন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধন করা হয় ঢাকা মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ।

এটি উত্তর-মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক অব্দি বিদ্যমান। এই পথ পাড়ি দিতে এখন থেকে ঢাকা বাসীর প্রয়োজন হবে মাত্র ৩৫ মিনিট। এই রুটের ১৫টি স্টেশন থাকবে। মেট্রোরেল এর অন্যতম সুবিধা এতে যানজট থাকবে না। শীতাতপ নিয়ন্ত্রিত কামরা সহ প্রতি ট্রেনে থাকবে মোট ৬টি বগি। মোট ১৬ টি স্টেশন থাকবে যার মাধ্যমে যাত্রী আনা নেয়াতে সুবিধা হবে । এই স্টেশন গুলো হলো-উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার, পল্লবী, আইএমটি, মিরপুর-১০, ফার্মগেট, তালতলা, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, সোনারগাঁও, জাতীয় স্টেডিয়াম, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, বাংলাদেশ ব্যাংক।

উত্তরা হতে মতিঝিল রুটে চলবে ১৪ টি ট্রেন। প্রতি ট্রেনে ৯৪২ জন করে ও ৭৫৪ জন করে দাঁড়িয়ে যাত্রী যাতায়াতের সুবিধা রয়েছে। এই ট্রেন গুলো প্রতি ৪০ মিনিট পর পর ছাড়বে। এগুলোর গতি হবে ঘন্টার ৩২ কিলোমিটার। শুরু থেকে শেষ গন্তব্যে যেতে খরচ হবে মাত্র ৩৫ মিনিট। প্রতি স্টেশনে ৪০ সেকেন্ড করে ট্রেন থামবে। এই ট্রেনে স্বয়ংক্রিয় কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করা যাবে ।

পুরো প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। যার মধ্যে ৭৫% জাইকা দিবে বাকিটুকু বাংলাদেশ সরকার।

এটি নির্মাণের ফলে রাজধানীর ব্যবসা বাণিজ্য গতিশীল হবে। কেনোনা বর্তমানে যানজটের কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায় না। তাই মেট্রোরেলের গুরুত্ব অপরিসীম।

#মেট্রোরেল #metroraildhaka #metrorailbangladesh #metrorailproject #paragraph #paragraph_writing #paragraph_suggestions #paragraph_short #paragraphformat #paragraph_100_common #paragraphwriting #paragraph_for_hsc #paragraphwritting