THE POEMS OF ARSHAD ULLAH IN BENGALI

PLEASE READ MY POEMS AND OTHER WRITINGS

এখানে ঘর আমার

2018-01-12 21:05:11 | Weblog
এখানে ঘর আমার

আরশাদ উল্লাহ্‌

প্রার্থনায় পাইবো যে জান্নাত
হুর পরী আছে সেথায়,
দুই দিনের মিথ্যা দুনিয়াদারী
পাপের ভোগ তামাশায়!
বড় মুস্কিল এই জাহান প্রভু
জোড়হাত করে বলি,
অনুগ্রহ আর চাইনা তোমার
নরকে হোক জান বলী।
পরকাল যদি ঠিকানা আমার
মৌওত হোক এখানে।
বেহেস্তি পুস্প খুশবো কেমন
বুঝি নি তা জীবনে,
জান্নাত রূপ দেখাও নি তুমি
দেখতে চাই না মরণে।
জাহান্নামেই ঘর গড়েছি আমি,
জাহান্নামে হবো ছারখার!
অউরাত রূপ বহুৎ খুবছুরাত
নজরে পুস্প বাহার,
তাই যদি হয় নকল জান্নাত,
এখানে সব চমৎকার।

জান্নাত জাহান্নাম বুঝিনা কিছু,
জানতেও চাইনা আর,
সুখ দুঃখের মিশ্রণেই এ জীবন
জান্নাত জানিনা তোমার!!

৮ জানুয়ারী, ২০১৮

তোমাকে খুঁজি

2018-01-12 20:58:09 | Weblog
তোমাকে খুঁজি

আরশাদ উল্লাহ্‌

এতো মনোযন্ত্রণাতেও কেন
সব কিছু ভুলে গিয়ে আমি
তোমার ছবিটি দেখে নুই,
এতো শীঘ্র এই বিগ্রহ যেন
মনে গাঁথা - ব্যথার সুই।

শত জনের মাঝে - সকাল সাঁজে
কত যে মুখ দেখি পথ মাঝে,
মুখটি তোমার মিলেনা কারো সাথে
খুঁজে খুঁজে হাঁটি - দূরে কাছে,
দিনের শেষে - কাঁতর হই।

অন্তরে আমার সুপ্ত আগ্নেয়গিরি
তোমায় খুঁজে আমি যে মরি,
মনের আঁধার সরিয়ে কি আবার
আসবে ফিরে ভুলে সে আড়ি,
সুরভী ছড়িয়ে শূন্য গৃহে আমার,
সে আশায় পথ চেয়ে রই।।

১১ জানুয়ারি, ২০১৮

অনুভূতি

2018-01-12 20:44:36 | Weblog
অনুভূতি

তুমি অন্তরঙ্গ হতে চেয়েছিলে
দেবদারু পাতা ঝরেছিল বিস্তর
অনুরাগের অঙ্কুর আলো দেখেনি যখন
তুমি একটি গান গেয়েছিলে,
সুরের মূর্ছনায় কিছু বুঝিনি,
তুমি অবিরাম গেয়েছিলে,
মনে হয় বোধশক্তি প্রাণে জাগাতে।
শরতের পর শীতের তীব্রতায়
হিমশীতল দেহ যখন অনিদ্রায় কাতর...
উনানের আগুন তাপ দেয়নি তখন,
অসহ্য শীতের দীর্ঘ রাত্রি ...
অন্তরে প্রার্থনায় অবনত যখন,
ঠিক তখন তোমার সেই
স্মৃতির অন্তরঙ্গতা সারা দিয়েছিল
নির্বোধ মনের ভীতর।
অপূর্ব অনুভূতির উষ্ণতা সারা দেয় প্রাণে,
একথাটি বলার বড় ইচ্ছা ছিল তোমাকে
আমার অব্যক্ত অবোধ মনের কথা,
তুমি তখন ভিন দেশের অন্য কারো অঙ্গনে।।
২৫ ডিসেম্বর, ২০১৭