তুমি যেখানে যাও আমি গন্ধ পাই,
তোমার মিষ্টি ঘ্রাণে নেশা জাগে প্রাণে,
অনুভবে ধমনীতে তীব্র তরঙ্গ জাগে
আকাঙ্ক্ষায় বুকে চেপে চুমু খাই,
তোমার মুখের রঙ বদলে লালে লাল,
বুকের দুটি নীল পদ্মকলি স্বপ্ন-কবিতা!
তুমি টের পাওনা- হাত বুলাই-
আমি তোমার মধু খাই প্রতি স্বপনে,
নিরবে তুমি এসে যখন হাত বুলাও-
আমার তৃষ্ণার্ত বুকে...❣
19 Oct.2019
তোমার মিষ্টি ঘ্রাণে নেশা জাগে প্রাণে,
অনুভবে ধমনীতে তীব্র তরঙ্গ জাগে
আকাঙ্ক্ষায় বুকে চেপে চুমু খাই,
তোমার মুখের রঙ বদলে লালে লাল,
বুকের দুটি নীল পদ্মকলি স্বপ্ন-কবিতা!
তুমি টের পাওনা- হাত বুলাই-
আমি তোমার মধু খাই প্রতি স্বপনে,
নিরবে তুমি এসে যখন হাত বুলাও-
আমার তৃষ্ণার্ত বুকে...❣
19 Oct.2019
※コメント投稿者のブログIDはブログ作成者のみに通知されます