মনোব্যঞ্জনা
বছর তিনেক আগে মনের উষ্ণ অনুরাগে
এসেছিল জেনে শুনে শীত মৌসুমের মাঘে,
মিষ্টি-মধুর মুখটি দেখে - অব্যক্ত আবেগে
মন দিয়েছি প্রীত হয়ে - দূর প্রবাসে থেকে।
পান্থপথে ক্লান্ত মনে - দিনের অবসানে
শূন্য ঘরে ফিরে আসি কর্ম-ঘানি টেনে,
দেখি তাকে মনদর্পণে – শ্রান্তির প্রস্থানে
অনুভবে অনুরাগে মন ছুটে তার পানে।
সামনে বসে হয়নি কভু কথা
হয়নি দেখা দেশে কিংবা পথে,
শুধু মেসেঞ্জারে বলি দুটি কথা
ব্যাকুল মনে ভাবি তারে পেতে।
দেখি তারে - ভাবনার অলীকে
একা বসে ছবি দেখি তার,
যত দেখি তত বেশি সাধ জাগে
অবকাশের কি আছে আমার।
দিনের শেষে ক্লান্ত দেহে ফিরে
লুটিয়ে পড়ি বিছানার ‘পর,
একলা ঘরে মেঘলা দিনে তারে
মন্থন করি প্রাণের ভিতর।
সময়ের এই উত্তরণে - রাগবিরাগে
হয়তো হবে জ্ঞাতে কিংবা অজান্তে,
লুকিয়ে আছে চুপটি করে ফেস্বুকে
হারিয়ে গেছে অভিমানে দূর দিগন্তে।
ছবি যে তার দেয় না দেখা আর
বৃথা তারে খুঁজে মরি শুধু,
কত কথা বলার ছিল তারে আমার
সে যে এখন মরীচিকা ধু ধু।
২৪ মে, ২০১৯
বছর তিনেক আগে মনের উষ্ণ অনুরাগে
এসেছিল জেনে শুনে শীত মৌসুমের মাঘে,
মিষ্টি-মধুর মুখটি দেখে - অব্যক্ত আবেগে
মন দিয়েছি প্রীত হয়ে - দূর প্রবাসে থেকে।
পান্থপথে ক্লান্ত মনে - দিনের অবসানে
শূন্য ঘরে ফিরে আসি কর্ম-ঘানি টেনে,
দেখি তাকে মনদর্পণে – শ্রান্তির প্রস্থানে
অনুভবে অনুরাগে মন ছুটে তার পানে।
সামনে বসে হয়নি কভু কথা
হয়নি দেখা দেশে কিংবা পথে,
শুধু মেসেঞ্জারে বলি দুটি কথা
ব্যাকুল মনে ভাবি তারে পেতে।
দেখি তারে - ভাবনার অলীকে
একা বসে ছবি দেখি তার,
যত দেখি তত বেশি সাধ জাগে
অবকাশের কি আছে আমার।
দিনের শেষে ক্লান্ত দেহে ফিরে
লুটিয়ে পড়ি বিছানার ‘পর,
একলা ঘরে মেঘলা দিনে তারে
মন্থন করি প্রাণের ভিতর।
সময়ের এই উত্তরণে - রাগবিরাগে
হয়তো হবে জ্ঞাতে কিংবা অজান্তে,
লুকিয়ে আছে চুপটি করে ফেস্বুকে
হারিয়ে গেছে অভিমানে দূর দিগন্তে।
ছবি যে তার দেয় না দেখা আর
বৃথা তারে খুঁজে মরি শুধু,
কত কথা বলার ছিল তারে আমার
সে যে এখন মরীচিকা ধু ধু।
২৪ মে, ২০১৯