প্রজাপতিটি
আরশাদ উল্লাহ্
প্রজাপতিটি পাখা মেলে উড়ে
শুন্য মনের আঙিনায় আমার
কাছে গেলে - সরে যায় দূরে।
রোজ এসে উড়ে মনঃপ্রাণে
মন ভরে যায় - গানে গানে।
তাতে আর কি আসে যায়?
মনে মনে তারে শুধু বলি,
মাঝে মাঝে ‘ভালবাসি’ বল
মধুর সম্পর্ক মধুরতা পেল;
তাতে কি - আসে যায়?
এ জীবনে নাই বা কথা হল
তাতে কোন দুঃখ নেই,
কথা না হলেও দু’টি মনের
অঙ্গনে অদৃশ্য বন্ধন রইল!
মনের কথা বলার ক’জন পাবে
যাতনার কথা - ক’জন শুনবে?
আমিই তো আছি একজন শোনার,
অন্তরে যারে - ধরে রেখেছ নিরবে,
উড়েউড়ে সুরভি ছড়াও দুয়ারে এসে।
হাসনাহেনার স্বাদুঘ্রাণ পাই বাতাসে;
নিশীথ নিভৃতে বসে জানালার পাশে।
চোখ মেলে দেখি চলে যাও দূরে
গন্ধ-সুরভি ঢেলে - এসে দুয়ারে।
যাকনা জীবন এমনি ধরা ছুঁয়ার বাইরে
তাতে মন্দের কিছু আছে কি?
শিউলি শেফালি ঝরে ভোরে রাশি রাশি
শূন্য মনে অনন্য ভাবনা – তাতে কি?
শুধু একবার তুমি বলে যাও ‘ভালবাসি’।।
আরশাদ উল্লাহ্
প্রজাপতিটি পাখা মেলে উড়ে
শুন্য মনের আঙিনায় আমার
কাছে গেলে - সরে যায় দূরে।
রোজ এসে উড়ে মনঃপ্রাণে
মন ভরে যায় - গানে গানে।
তাতে আর কি আসে যায়?
মনে মনে তারে শুধু বলি,
মাঝে মাঝে ‘ভালবাসি’ বল
মধুর সম্পর্ক মধুরতা পেল;
তাতে কি - আসে যায়?
এ জীবনে নাই বা কথা হল
তাতে কোন দুঃখ নেই,
কথা না হলেও দু’টি মনের
অঙ্গনে অদৃশ্য বন্ধন রইল!
মনের কথা বলার ক’জন পাবে
যাতনার কথা - ক’জন শুনবে?
আমিই তো আছি একজন শোনার,
অন্তরে যারে - ধরে রেখেছ নিরবে,
উড়েউড়ে সুরভি ছড়াও দুয়ারে এসে।
হাসনাহেনার স্বাদুঘ্রাণ পাই বাতাসে;
নিশীথ নিভৃতে বসে জানালার পাশে।
চোখ মেলে দেখি চলে যাও দূরে
গন্ধ-সুরভি ঢেলে - এসে দুয়ারে।
যাকনা জীবন এমনি ধরা ছুঁয়ার বাইরে
তাতে মন্দের কিছু আছে কি?
শিউলি শেফালি ঝরে ভোরে রাশি রাশি
শূন্য মনে অনন্য ভাবনা – তাতে কি?
শুধু একবার তুমি বলে যাও ‘ভালবাসি’।।