মাতৃভূমি পৃথিবী
আরশাদ উল্লাহ্
গাছ গাছড়ার মতোই মানুষেরা
বেড়ে উঠে জন্মের পরে,
পাশাপাশি - পশু আর পাখিরা
মানুষের কাছে বাস করে,
জন্ম বৃত্তান্ত মানুষের - তত্ত্বকথা
সত্য রয়েছে অন্ধকারে,
কিটপতঙ্গ জানোয়ার বৃক্ষলতা
অদৃষ্ট একই মৃত্যুর পরে,
সূর্যদেব যদি - সার্বজনীন পিতা
জননি মাতৃভূমি পৃথিবী।
৮ জুন, ২০১৯
আরশাদ উল্লাহ্
গাছ গাছড়ার মতোই মানুষেরা
বেড়ে উঠে জন্মের পরে,
পাশাপাশি - পশু আর পাখিরা
মানুষের কাছে বাস করে,
জন্ম বৃত্তান্ত মানুষের - তত্ত্বকথা
সত্য রয়েছে অন্ধকারে,
কিটপতঙ্গ জানোয়ার বৃক্ষলতা
অদৃষ্ট একই মৃত্যুর পরে,
সূর্যদেব যদি - সার্বজনীন পিতা
জননি মাতৃভূমি পৃথিবী।
৮ জুন, ২০১৯