নক্ষত্র জগতে
আরশাদ উল্লাহ্
রাতের আকাশে কিছু নক্ষত্র দেখে মনে হয়
তারা কি একাকিত্বে ভোগে – বড় নিঃসঙ্গ,
বন্ধুবিহীন স্বজন হারা?
একই আকাশে তবু, মনে হয় কেউ কারো নয়।
দ্যুতিময় - ভাস্কর নক্ষত্র আকাশে অনড় অটল,
শরতের রাতে নিত্য অন্ধকারে দীপ্তিময় গগনে
নক্ষত্র জগতে প্রেম কি তবে বিলুপ্ত বিরল?
রাত্রির উদ্ভাসনে জেগে ভাবনার জগতে ভাসি,
তারাদের বিষণ্ণতা শত মানুষের মনের আকুতি,
প্রেম যে অনন্ত অনুভূতি - যেন তরুণীর হাসি।
শরতের শিউলি ঝরে পড়ে, নক্ষত্র পায় তার ঘ্রাণ,
রাতের তিমিরে ঝরা পাতার শব্দের মতো নিরবে-
কুয়াশা ছিড়ে শিশির ভিজা পায়ে হেঁটে হঠাত এসে-
জানালার পাশে দাঁড়ায় জোস্না - পুস্প হাতে অরবে।
স্বীয় অবস্থানে নক্ষত্র রাশি - লাখো আলোক বর্ষদূরে,
কানে কানে বলে গেল আমাকে, “প্রেম অনন্ত, শ্বাশত,
পৃথিবী নক্ষত্র রাশি তাই যুগ যুগান্তে জ্বলে আর পুড়ে!”
২৮ সেপ্টেম্বর ২০১৯
※コメント投稿者のブログIDはブログ作成者のみに通知されます