এসেছে নিরবে নিবিড়ে নব রূপে রঙে
জেগেছে আবার - দীঘি নদী জলাতে
চুপিচুপি উঁকি দিয়ে মৌনী ঢঙ্গে
লাজ রাঙা রূপসী তরুণীর মত
যৌবনের ডাকে- মৌসুমি চেতনায়,
বহু রঙ শাপলা ফুল ভোর প্রভাতে।
পৃথিবীর জন্ম লগ্নে প্রভুর অবদানে
মৌসুমি কত ফুল যেদিকে তাকাই
শিউলী কামিনী বকুল চামেলি জুঁই
হরিত ঘাসে - হিরক টুকরো সহস্র
শিশিরের জ্যোতি প্রভাত কিরণে!
২১ আগষ্ট, ২০১৯
জেগেছে আবার - দীঘি নদী জলাতে
চুপিচুপি উঁকি দিয়ে মৌনী ঢঙ্গে
লাজ রাঙা রূপসী তরুণীর মত
যৌবনের ডাকে- মৌসুমি চেতনায়,
বহু রঙ শাপলা ফুল ভোর প্রভাতে।
পৃথিবীর জন্ম লগ্নে প্রভুর অবদানে
মৌসুমি কত ফুল যেদিকে তাকাই
শিউলী কামিনী বকুল চামেলি জুঁই
হরিত ঘাসে - হিরক টুকরো সহস্র
শিশিরের জ্যোতি প্রভাত কিরণে!
২১ আগষ্ট, ২০১৯