ব্যর্থ সব আশা প্রত্যাশা যেন
হতাশার অসীম যন্ত্রণা,
আনবিক চুল্লির তীব্র বিক্রিয়া
প্লটোনিয়াম ফিসিয়ামের...
তেজস্ক্রিয় তপ্ত কণা।
দিন গুনি বুকে নিয়ে জ্বলন্ত চুল্লি,
দৃষ্টিতে স্ক্যান করে দেখি...
এগুবার সঠিক পথ রয়েছে কি না,
প্রত্যক্ষ করি আসল মেকি।
আশা রাখি - হয়তো পাব কোন ক্ষণে
সূর্যের তীব্র আলোতে সত্যের ঠিকানা,
হেঁটে যাব দুর্বার পথে হতাশা মুক্ত রণে,
মুক্তির আলো যেখানে - সুখের নিশানা।
২২ আগষ্ট, ২০১৯
হতাশার অসীম যন্ত্রণা,
আনবিক চুল্লির তীব্র বিক্রিয়া
প্লটোনিয়াম ফিসিয়ামের...
তেজস্ক্রিয় তপ্ত কণা।
দিন গুনি বুকে নিয়ে জ্বলন্ত চুল্লি,
দৃষ্টিতে স্ক্যান করে দেখি...
এগুবার সঠিক পথ রয়েছে কি না,
প্রত্যক্ষ করি আসল মেকি।
আশা রাখি - হয়তো পাব কোন ক্ষণে
সূর্যের তীব্র আলোতে সত্যের ঠিকানা,
হেঁটে যাব দুর্বার পথে হতাশা মুক্ত রণে,
মুক্তির আলো যেখানে - সুখের নিশানা।
২২ আগষ্ট, ২০১৯