ক্লিওপেট্রা
ক্ষমতার শিরোমণি রূপবতী ক্লিওপেট্রা
চতুর্দিকে পাগলের দল,
মিশর কন্যা রূপের বন্যা বদনে লেপটা
রূপ দেখে অন্ধ সকল।
যায় দেশ রসাতলে লোটপাট চারিদিকে
নিবীর্য যুবারা অচেতন,
হত্যা ধর্ষণ - নিপীড়ন ক্রন্দন ধুকে ধুকে
দুর্নীতি ঘুষ হয়না দমন।
এমন এক সুযোগে - পেয়ে তারে বাগে
জুলিয়াস সিজারের হুংকার,
যুদ্ধ পতনে ক্লিওপেট্রা সিজার অনুরাগে
ইতিহাসে লেখা - পরীষ্কার।
২৪ আগষ্ট, ২০১৯
ক্ষমতার শিরোমণি রূপবতী ক্লিওপেট্রা
চতুর্দিকে পাগলের দল,
মিশর কন্যা রূপের বন্যা বদনে লেপটা
রূপ দেখে অন্ধ সকল।
যায় দেশ রসাতলে লোটপাট চারিদিকে
নিবীর্য যুবারা অচেতন,
হত্যা ধর্ষণ - নিপীড়ন ক্রন্দন ধুকে ধুকে
দুর্নীতি ঘুষ হয়না দমন।
এমন এক সুযোগে - পেয়ে তারে বাগে
জুলিয়াস সিজারের হুংকার,
যুদ্ধ পতনে ক্লিওপেট্রা সিজার অনুরাগে
ইতিহাসে লেখা - পরীষ্কার।
২৪ আগষ্ট, ২০১৯